ঢাকাTuesday , 23 May 2023
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও রাণীশৈংকেলে ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

News Editor
May 23, 2023 8:46 pm
Link Copied!

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,

আজ মঙ্গলবার (২৩ মে) দুপুরে রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভকরগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, ভকরগাঁও গ্রামের এক কৃষকের ধান কর্তন করতে যায় কয়েকজন শ্রমিক। এসময় ধাণ ক্ষেতের মাঝখানে গলিত লাশটি পরে থাকতে দেখে।
পরে তারা বিষয়টি ছড়িয়ে দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারনা ওই নারীকে মেরে বেশ কয়েকদিন আগে ফেলে রেখেছিল দুর্বৃত্তরা। সে কারনে শরীরের বেশিরভাগ অংশ গলে মাটির সাথে মিশে যায়। তার অংশ বিশেষ গলে যাওয়ায় চেনার কোন উপায় নেই বলে জানান তারা। তবে যারা এমন জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, উদ্ধারকৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্ত জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।