ঢাকাWednesday , 29 March 2023
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

admin
March 29, 2023 2:22 pm
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে ২ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার করেছে থানার পুলিশ। গত মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ৪০ কেজিরও বেশি। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয় সুত্রে জানাযায়, দুপুরে গোপালপুর গ্রামের রাশেদুল মাষ্টারের জমিতে পুকুর খননের কাজ চলছিল। ভেকু মেশিন দিয়ে পুকুর খননের একপর্যায়ে মাটির নিচ থেকে মূর্তিটি উঠে আসে। খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা ধারনা করছেন, পূর্বে এই এলাকায় প্রাচীন জমিদারদের বসবাস ছিল। এটি তাদেরই ব্যবহৃত মূর্তি হতে পারে। ওসি নাজমুল হক বলেন, ধারনা করা হচ্ছে এটি অনেক প্রাচীন ও পাথরের তৈরি মূর্তি। তবে মূর্তিটি কত কেজি এখনো ওজন দেওয়া হয়নি। ধারনা করা হচ্ছে ৪০ কেজি বা তারও বেশি ওজন হবে। আমরা এই মূর্তিটি হস্তান্তরের জন্য প্রতœতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তারাই পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবে এটি কিসের তৈরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, প্রথমে ঐ এলাকা থেকে মূর্তি উদ্ধারের খবর পাই। পরে আমি নিজে ও থানার ওসি সহ মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসি। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রয়েছে। নিয়ম মাফিক মূল্যবান মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।