ঢাকাThursday , 14 March 2024
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে মধ্যরাতে মুদি দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

News Editor
March 14, 2024 12:46 pm
Link Copied!

রাজশাহী দুর্গাপুর উপজেলায় গভীর রাতে একটি মুদি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি দোকান মালিকের।

বুধবার রাত্রি ১ টার টার দিকে উপজেলার নারকেল বাড়িয়া মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক হলেন- উপজেলার নারকেল বাড়িয়া গ্রামের আয়নাল হক এর ছেলে মেহেদী হাসান খোরশেদ(৩০)।

দোকান মালিক খোরশেদ বলেন, ‘রাত সাড়ে ১১ টার দিকে বাজারে বেচাকেনা করে নগদ ৭ হাজার টাকা রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে রাত ১টার দিকে জানতে পারি যে, আমার দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি দোকানের নগদ টাকা, ১টি ফ্রিজসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। ’

স্থানীয় গ্রাম পুলিশ তমিজ উদ্দিন বলেন, আগুন লাগার ঘটনা শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে দেখি দাউ দাউ করে সব জ্বলতে থাকে। এলাকাবাসীর সহোযোগিতায় ৪টি জেনেটার পাম্প দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত জানা সম্ভব হয়নি।

দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শাহিনুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যেতে থাকি, মাঝ রাস্তায় এলাকাবাসীরা মুঠোফোনে আগুন নেভে যাওয়ার খবর দিলে আমরা ফেরত আসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।