ঢাকাTuesday , 28 March 2023

দুর্গাপুর পৌর আ.লীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

মমিন
March 28, 2023 12:23 pm
Link Copied!

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর পৌরসভা আওয়ামীলীগের নির্বাচিত কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সভাপতি হিসেবে আজহার আলী ও সাধারণ সম্পাদক হিসেবে শরীফুজ্জামান শরিফ

দায়িত্বে পূর্ণ বহল রয়েছেন। উক্ত সিদ্ধান্তে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের
মাঝে উৎসবের আমেজ বইছে। যুগান্তকারী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা।

২৭ মার্চ রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক
প্রদ্যুৎ কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ০৯.০৩.২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলাধীন দুর্গাপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাচিত সভাপতি মোঃ আজাহার আলী এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান শরিফ-এর সমন্বয়ে ঘোষিত কমিটি। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, জননেতা এস.এম. কামাল হোসেন-এর নির্দেশে আদিষ্ট হয়ে। গত ১২.০৩.২০২২ খ্রিঃ তারিখের স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক উক্ত কমিটির কার্যক্রম পুর্ণ-বহাল সহ পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এতদসঙ্গে, আগামী ৩০(ত্রিশ) দিনের মধ্যে অত্র পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ প্রস্তাবিত কমিটি অনুমোদনের জন্য দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের নিকট জমাদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।