প্রতিনিধি ২৮ মার্চ ২০২৩ , ১২:২৩:২৯ প্রিন্ট সংস্করণ
দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর পৌরসভা আওয়ামীলীগের নির্বাচিত কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সভাপতি হিসেবে আজহার আলী ও সাধারণ সম্পাদক হিসেবে শরীফুজ্জামান শরিফ
দায়িত্বে পূর্ণ বহল রয়েছেন। উক্ত সিদ্ধান্তে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের
মাঝে উৎসবের আমেজ বইছে। যুগান্তকারী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা।
২৭ মার্চ রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক
প্রদ্যুৎ কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ০৯.০৩.২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলাধীন দুর্গাপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাচিত সভাপতি মোঃ আজাহার আলী এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান শরিফ-এর সমন্বয়ে ঘোষিত কমিটি। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, জননেতা এস.এম. কামাল হোসেন-এর নির্দেশে আদিষ্ট হয়ে। গত ১২.০৩.২০২২ খ্রিঃ তারিখের স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক উক্ত কমিটির কার্যক্রম পুর্ণ-বহাল সহ পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এতদসঙ্গে, আগামী ৩০(ত্রিশ) দিনের মধ্যে অত্র পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ প্রস্তাবিত কমিটি অনুমোদনের জন্য দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের নিকট জমাদানের জন্য নির্দেশ দেওয়া হলো।
Design & Developed by BD IT HOST