ঢাকাMonday , 17 April 2023
আজকের সর্বশেষ সবখবর

দুস্হ হতদরিদ্রদের মাঝে ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিজিএফ কর্মসূচীর চাউল বিতরণ-

admin
April 17, 2023 9:21 pm
Link Copied!

ডা. আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি, তাং ১৬ এপ্রিল ২০২৩ খ্রী. মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কতৃক ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে রবিবার (১৬ এপ্রিল) কেন্দুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতর/২০২৩ উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় দুস্হ হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্ভোদন করা হয়েছে। তিনদিন ব্যাপী এ বিতরণ কার্যক্রমের আজ ১ম দিনের উদ্ভোদনী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর ০৫ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইন্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আবুল হোসেন, চেয়ারম্যান, জামালপুর সদর উপজেলা পরিষদ, জামালপুর। সভাপতিত্ব করেন, লিটুস লরেন্স চিরান, উপজেলা নির্বাহী অফিসার জামালপুর সদর, জামালপুর। সাইফুল ইসলাম খান সোহেল, চেয়ারম্যান ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদ, জামালপুর সদর, জামালপুর এর সার্বিক সহযোগিতা এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, বিতরণ কার্যক্রমে বিশেষ তদারকি করেছেন জনস্বাস্থ্য বিভাগের সদর উপজেলা কর্মকর্তা মাজেদুল ইসলাম, সেই সাথে বিশেষ সহযোগিতা করেছেন ইউপি সদস্য বৃন্দ, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশের সদস্য গনের সহযোগিতায় প্রচন্ড তাপদাহ কে উপেক্ষা করে পাঁচ হাজার আটশত উনসত্তরটি দুঃস্থ পরিবারের মধ্যে আজ একহাজার একশত বত্রিশ জনের মাঝে দশ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এতগুলো দুস্হ হতদরিদ্র পরিবারের মাঝে সুষ্ঠুভাবে চাউল বিতরণ করতে পেরে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।