• দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলামের সংবাদ সম্মেলন ‘ রাজনৈতিক প্রতিপক্ষ অহেতুক প্রপাগাণ্ডা ছড়াচ্ছে ‘

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ১০:০১:১৬ প্রিন্ট সংস্করণ

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলামের উদ্যোগে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি এলাকার কিছু কুচক্রী মহল এবং রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন সমাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্র এবং প্রতিহিংসামূলক অপপ্রচার চালাচ্ছে। প্রকৃত পক্ষে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষকে স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ করে আসছে। সম্প্রতি ইউপি সদস্য জিয়াউর রহমান ৪০/৪৫ টি টিসিবি’র কার্ড নিয়ে পণ্য নিতে আসেন। উপকারভোগীদের অভিযোগের প্রেক্ষিতে টিসিবি’র কার্ড জব্দ করা হয়। ওই ইউপি সদস্য অসৎ উপায়ে টিসিবি’র কার্ড নিজে নিয়ে আসলে আমি তা প্রতিহত করি। এ কারণে ইউপি সদস্য জিয়াউল আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের ছত্রছায়ায় নানাভাবে অপপ্রচার করে আসছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST