দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে চারজন মিলে আংশিক মানসিক প্রতিবন্ধী এক যবককে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে মোশাহিদ (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আরও তিনজন পলাতক রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের মজুরবাজার থেকে বাড়ি ফেরার পথে আইসক্রিম ফ্যক্টরির কাছ থেকে ধরে নিয়ে আইসক্রিম ফ্যাক্টরির ভেতরে ৪জন মিলে পালাক্রমে বলৎকার করে। ঘটনা জানাজানি হলে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। গত তিনদিন ধরে স্থানীয় মাতব্বররা বিষয়টি দেখে দেওয়ার কথা বলে সময় ক্ষেপণ করতে থাকলে ক্ষতিগ্রস্ত পরিবার পুলিশের দ্বারস্থ হন।
পুলিশ ডাক্তারি পরীক্ষার পর ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করে।
আটককৃত মোশাহিদ উপজেলার দোহালিয়া ইউনিয়নের জীবনপুর গ্রামে মৃত আব্দুল গনির পুত্র।
তবে আটককৃতের পরিবার বলেছেন, মোশাহিদ ঘটনার সঙ্গে জড়িত নয়। তাকে অহেতুক ফাঁসানো হয়েছে।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, বলৎকারের ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। ১ জনকে আটক করা হয়েছে।