দোয়ারাবাজারে দোয়ারাবাজারে ব্র্যাক দুর্যোগ ব্যবস্থাপনার কর্মসূচির ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক সুনামগঞ্জের বিডিসি একে আজাদ জ্ঞাপন পূর্বক বক্তব্যের পর কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, ব্র্যাক হেড অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফরহাদ হোসেন, ব্র্যাকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, সিলেট বিভাগীয় রতন চন্দ্র মণ্ডল, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী প্রমুখ। কর্মশালায় জনপ্রতিনিধি, ব্র্যাকের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জীবন-জীবিকা সহায়তা প্রদান, কৃষি সহায়তা, টিউবওয়েল সংষ্কার, ঘর নির্মাণ, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতির উপর সচেতনতা মূলক সেশন আয়োজনের অবহিত করা হয়।