গনমাধ্যাম

দোয়ারাবাজারে সনাতন শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি রিংকু কুমার দেব এর সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৯:৪৩:২১ প্রিন্ট সংস্করণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

দোয়ারাবাজারে সনাতন শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি রিংকু কুমার দেব এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরের আখড়া মার্কেটস্থ সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রিংকু কুমার দেব লিখত বক্তব্যে বলেন, সম্প্রতি একটি কুচক্রী মহল সনাতন শ্রমজীবী সমবায় সমিতিকে জড়িে বিভিন্ন মাধ্যমে অহেতুক প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
তিনি বলেন, ২০২০ সালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের স্কুল শিক্ষিকা প্রিয়াঙ্কা রানী সরকার এর মাতা সুদেবী রানী সরকারের পরিচয়ে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সাক্ষীগণের উপস্থিতিতে ৫লাখ টাকা হাওলাত দেই। পরবর্তীতে তিনি টাকা দিতে গড়িমসি করায় তাকে উকিল নোটিশও প্রধান করি। হাওলাত টাকা দিব দিচ্ছি বলে তিনি সময় ক্ষেপণ করে আসছিলেন। এ নিয়ে চাপ সৃষ্টি করায় সম্প্রতি তিনি উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। আমি এর জবাবও দিয়েছি। এরইমধ্যে পেছন থেকে কিছু দুষ্কৃতিকারীদের প্ররোচনায় তিনি সমিতি থেকে সুদে টাকা নিয়েছেন বলে অভিযোগ দেন এবং নানাভাবে সমিতির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হন। ৫ লাখ টাকা হাওলাত নেওয়ার প্রয়োজনীয় ডকুমেন্টস বিদ্যমান থাকলেও তিনি ও তার সতীর্থরা মিথ্যাচার শুরু করেছেন। টাকা ফেরত না দিতে নানাভাবে তিনি টালবাহানা শুরু করেছেন। অহেতুক সনাতন শ্রমজীবী সমবায় সমিতিকে জড়িয়ে মিথ্যাচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এসময় দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দসহ কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST