• Home
  • অন্যান্য
  • দোয়ারা বাজারের তায়েফাতুল উম্মাহ পরিষদ হকনগর এর লেখক কবি হাঃ তারেক জামিলের বিদায়ী সংবর্ধনা
Image

দোয়ারা বাজারের তায়েফাতুল উম্মাহ পরিষদ হকনগর এর লেখক কবি হাঃ তারেক জামিলের বিদায়ী সংবর্ধনা

ইয়াছিন আলী খান দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি। 

দোয়ারা বাজার বাংলাবাজার ইউনিয়নের একমাত্র মানবিক সামাজিক কল্যাণকর সেবামূলক সংগঠন তায়েফাতুল উম্মাহ পরিষদ বাশতলা হকনগর বাজার এর সহকারী ধর্মবিষয়ক সম্পাদক লেখক কবি হাঃ তারেক জামিল কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংবাদিক হাফিজ ইয়াছিন আলী খান, সহসভাপতি মাদিনাতুল উলুম জুমগাও নুরানিয়া হাফিয়া মাদ্রাসার মোহতামীম হজরত মাওলানা ক্বারি শামসুল হক নোমানী, সেক্রেটারী নাইমুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ।

এসময় তায়েফাতুল উম্মাহ পরিষদ হকনগর এর সভাপতি লেখক কবি হাঃ তারেক জামিল কে উদ্দেশ্য করে বলেন, যে তুমি যেখানেই যাবে সেখানেই আল্লাহর হুকুমে নবী করিম(সাঃ) এর সুন্নাহভিত্তিক চলার চেষ্টা করবে। তুমি যদি আল্লাহর হুকুম মেনে চলতে পার,তোমার কাজ সহজ করে দিবেন তিনি,এবং খুব দ্রুত সফলতা আসবে ইনশাআল্লাহ।

এসময় তিনি আরও বলেন, বিদায়ী সংবর্ধনা তবে বিদায় নয়! কারণ তুমি আমাদের পরিবারের একজন সৎ সভ্য শান্ত ভদ্র আদর্শ মানুষ, তোমাকে আমরা বিদায় দিতে পারি না, তবে তোমার উজ্জ্বল ভবিষ্যতের আগামীর জন্য দোয়া ও শুভকামনা রইল।

তোমার আরও সফলতা এবং সমৃদ্ধি কামনা করেন, এবং মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে অবশেষে তার ও তার পরিবারের সকলের জন্য দোয়া কামনা করেন।

এসময় উক্ত সংগঠনের সহসভাপতি মাওলানা শামসুল হক নোমানী বলেন, দিনের বেলায় রিজিক তালাশ কর,আর রাতের বেলায় যে তোমাকে আমাকে রিজিকের ব্যবস্থা করেন তাকে তালাশ কর। আল্লাহ তাআলা আমাদের কে সৃষ্টি করার আগেই আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, তোমার বিদায় বেলায় সর্বশেষ দোয়া ও শুভকামনা রইল, পাশাপাশি হালাল রুজিরোজগারের জন্য সৎ আদেশ উপদেশ দেন। এবং সর্বশেষ তিনি নেক হায়াত ও সুস্থতা কামনা করেন।

এবং এসময় তায়েফাতুল উম্মাহ পরিষদ হকনগর এর সেক্রেটারী নাইম আহমদ বলেন, তারেক জামিল তুমি আমাদের পরিবারের একজন সৎ ও সভ্য সদস্য,আমাদের পরিবারের লোক, তোমাকে আমরা বিদায় দিতে পারবোনা, তবে সমসাময়ীকের জন্য দূরে যাচ্ছো যাও কিন্তু আমরা আছি তোমার পাশে ইনশাআল্লাহ।

Releated Posts

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে সহিংসতা মুক্ত বিশ্ব গড়ার ডাক

মো.নজরুল ইসলামঃমানিকগঞ্জ: “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জ শহীদ রফিক…

ByByFeroz Ahmedনভে ২৬, ২০২৪

নারায়ণগঞ্জে লালন ভক্তদের সাধুসঙ্গ আপওির মুখে বন্ধ

বুলবুল আহামােদ,নারায়নগঞ্জঃ নারায়ণগঞ্জে স্থানীয় মুসল্লি ও বিভিন্ন ইসলামি দলের আপত্তির মুখে দুই দিনব্যাপী নরসিংহপুর এলাকায় ‘মুক্তিধাম আশ্রম ও…

ByByFeroz Ahmedনভে ২৩, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের ওয়েলফেয়ার কাউন্সিল নির্বাচনে আওয়ামী পন্থীদের নিরস্কুশ জয়

অভিযোগ বার্তা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী পন্থী নীল দল। সভাপতি, সহ-সভাপতি…

ByByFeroz Ahmedনভে ২১, ২০২৪

বাউবি’র বিএ/বিএসএস (সম্মান) ও এলএলবি (অনার্স) প্রোগ্রামের পরীক্ষা শুরু

বার্তা প্রেরক, আরিফুল ইসলাম : আজ ১৫ নভেম্বর ২০২৪ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত বিএ, বিএসএস (সম্মান) ও…

ByByNews Editorনভে ১৫, ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Design & Developed by BD IT HOST