রাজনীতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এগিয়ে সাবেক এমপি ওয়াদুদ দারা

  প্রতিনিধি ২১ মে ২০২৩ , ২:১৭:০৯ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার :

দুর্গাপুর -পুঠিয়ার সাবেক এমপি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা কে নৌকার মাঝি হিসাবে পেতে ১নং নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলিপুর স্কুল মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বক্তারা ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল ওয়াদুদ দারা কে নৌকার মাঝি হিসাবে বক্তব্য দিতে গিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি শুধু বাংলাদেশের নেতা নন,তিনি দক্ষিণ এশিয়ার একজন নেতাও বটে।শেখ হাসিনা সরকারের সাফল্য দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। এজন্য তিনি অনেক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সরকারের উন্নয়নমূলক অসমাপ্ত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে সক্ষম হবেন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবেন। শেখ হাসিনা সরকারের আমলে দেশে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ২০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে।আজ দেশের শতকরা ৮০ ভাগ মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের নিরলস পরিশ্রমের ফলে।বিদ্যুৎ সেক্টরকে উন্নয়ন করার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ রয়েছে। উক্ত অনুষ্ঠানে নওপাড়া ইউনিয়ন আ’লীগের সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আক্কাস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ মান্নান ফিরোজ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক,সাবেক যুগ্ন সম্পাদক আবু ওবায়দা মাসুম, পৌর আ’লীগের সভাপতি আজাহার আলী,সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ, ৪নং ইউপি আ’লীগের সাঃস নাজমুস সাদাত নজুম, ৪নং ইউপি আ’লীগের সাঃসঃ শেখ ফিরোজ,কৃষকলীগের সভাপতি রোকনুজ্জামান,পৌর আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মজনু,মৎস্যজীবীলীগের সভাপতি শাওন আলী,২নং কিশমত গনকৈড় ইউপি আ’লীগের সাবেক সভাপতি আকবর আলী উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST