নড়াইলে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ মাস আগে

নড়াইলের লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্রে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন ২০২৪ এর ভোটগ্রহণ শুরু হয় ১১ই মে সকাল ১০টায় যা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

সরজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীদের ভোট দিতে ভোটারা ছুটে আসছেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ।

উক্ত বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেন পুরুষ ৯ জন এবং সংরক্ষিত মহিলা প্রার্থী ২ জন।

প্রার্থীরা হলেন ১. সরদার নাহিদ নেওয়াজ, ২. মোঃ পলাশ খান, ৩. শেখ মোস্তফা কামাল, ৪. মোঃ শাহারিয়ার আলম শাহীন, ৫. মোঃ রেজাউল আলম, ৬. মোঃ তরিকুল ইসলাম, ৭. মোঃ ইব্রাহিম, ৮. মোঃ হামিম কাজী, ৯. মোঃ মিলন গাজী।

সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১. হেলেনা খানম, ২.শরীফা খানম।

নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন ও নির্বাচনের ফলাফল ঘোষণা করেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০১৬ টির মধ্যে ভোট পড়ে ৭৬৪ টি

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হেলেনা খানম ৫০৫ ভোট পেয়ে বিপুল ভোটে বিজয় হয়েছেন।

পুরুষ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন চারজন ৩৮৮ ভোট পেয়ে প্রথম বিজয়ী হয়েছেন মোঃ শাহরিয়ার আল শাহীন, ৩৮৫ ভোট পেয়ে দ্বিতীয় শেখ মোস্তফা কামাল, ৩১৬ ভোট পেয়ে তৃতীয় মোঃ পলাশ খান, ২৬২ ভোট পেয়ে চতুর্থ হয়েছে শেখ তরিকুল ইসলাম।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা সাধারণ ভোটার ও বিজয় প্রার্থীদের স্বজনরা লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় প্রাঙ্গনে আনন্দ উল্লাসে মেতে উঠেন।