মো গোলাম কিবরিয়া নড়াইলঃ
নড়াইলে পল্লীচিকিৎসক আমিনুল ইসলাম খাকি (৩০) হত্যাকাণ্ডে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ১ জনকে পুলিশ গ্রেফতার করেছে, অন্যদের ধরতে চেষ্টা চলছে।
সোমবার (১৫ মে) দুপুরে ১৬ জনের বিরুদ্ধে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের বড় ভাই মো. বাবলু খাকির লিখিত এজাহার নড়াগাতী থানায় হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এজাহারে ১৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
নড়াগাতী থানাধীন তেলীডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহমান খাকির ছেলে আমিনুল গত ১২ মে প্রতিপক্ষের হামলায় খুন হন।
মামলার বাদী বাবলু খাকি জানান, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে শুক্রবার (১২ মে) তাদের প্রতিপক্ষ গফফার শেখের নেতৃত্বে আমিনুলকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে নেতৃত্ব ও প্রত্যক্ষভাবে অংশ নেয়া গফফার শেখকে মামলায় প্রধান আসামি করা হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা জানান, এজাহারনামীয় তেলীডাঙ্গা গ্রামের ওলি ফকিরের ছেলে আমিনুর ফকিরকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।