রাসেল রানা
জামালপুর
জামালপুর সদর উপজেলা নরুন্দি ব্যাপারী পাড়ায় অভিযান চালিয়ে সাহিদা বেগম( ৭০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা জব্দ করে।
রবিবার রাত আনুমানিক ৮ঃ০০ ঘটিকায় এসআই মোঃ তারিকুজ্জামান এর নেতৃত্বে এএসআই নজরুল ইসলাম ও সঙ্গীও ফোর্স নিয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করে ব্যাপারি পাড়াতে।
বিশেষ অভিযানে সাহিদা বেগমকে ৮০পিচ ইয়াবা সহ আটক করে নরুন্দি তদন্ত কেন্দ্রের এস আই মো: তারিকুজ্জামান , সাহিদা বেগম ব্যাপারি পাড়ার শেখ ফদিরের স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে সাহিদা বেগম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এস আই মো:তারিকুজ্জামানের সাথে কথা বলে জানা যায় আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে এবং চলবেই।
নরুন্দিতে কোন প্রকার মাদক কারবারিকে রাখবো না।