মীর শাহাদাৎ হোসাইন :
পাবনার নগরবাড়ী নৌ পুলিশ কর্তৃক উদ্ধারকৃত অজ্ঞাত মরদেহের পরিচয় এখনো সনাক্ত করা যায় নি।
নগরবাড়ী নৌ পুলিশ সুত্রে জানা যায় গত ৩০-০৮-২২ তারিখে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাট মালিফা নামক স্থানে বিকাল ৫:৩০ ঘটিকায় জনৈক তয়ছের মন্ডলের জমি সংলগ্ন পদ্মা নদীর উত্তর পাড়ে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে পুরুষ বয়স আনুমানিক (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মরদেহের জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে,
অজ্ঞাতনামা মরদেহের ডানহাত হতে ১ টি সাদা রং এর বালা, বাম হাত হতে ১ টি টাইটান ( TITAN) ব্রান্ডের ঘড়ি, মরদেহের শরীরে১ টি হাফহাতা নেভি ব্লু রঙের গেঞ্জি, ধুষর রংয়ের সেন্টু গেঞ্জি ও ১ টি লালচে খয়েরী রঙের চামড়ার বেল্ট এবং জিন্স প্যান্ট জব্দ করা হয়।
সুজানগর থানায় যাহার মামলা নং-২২, তারিখ-৩০/০৮/২০২২খ্রি: ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড।
নগরবাড়ী নৌ পুলিশ তৎকালীন সময়ে তৎপরতা চালিয়ে পরিচয় সনাক্ত করতে না পারায় বে ওয়ারিশ লাশ হিসাবে দাফন সম্পন্ন করেছে।