নাশকতার অভিযোগে বিএনপির জামাতের ২১ নেতাকর্মী গ্রেফতার।

News Editor
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুর সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে শহরে অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ২১জন নেতা কর্মী গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

সদর থানার এসআই দেবাশীষ সাহা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বিএনপি জামায়াত এর কিছু দুষ্কৃতিকারী নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে সরকারী স্থাপনা ভাংচুর, ক্ষতিসাধন, লুটপাটের মত অন্তর্ঘাতমূলক কাজ করার জন্য কাচারীপাড়া এলাকায় মিজানুর রহমান এর অফিসে একত্রিত হচ্ছে।

পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের নির্দেশে এবং থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন এর নেতৃত্বে কাচারীপাড়া এলাকা হইতে নাশকতা ও দুস্কৃতিকর কাজের ষড়যন্ত্রকারী ১৯জন আসামী কে আনিয়া বাদীর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে মামলা নং-০১, তারিখ-০১/০৪/২০২৩ খ্রি. ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা-এসআই/মোঃ আব্দুল আউয়াল সরদার এজাহার নামীয় ১৯জন আসামী এবং ঘটনায় জড়িত ০২ জন আসামীসহ মোট ২১জন আসামীরা হলেন-

১. মোঃ লিয়াকত আলী (৫৮), ২. মোঃ মিজানুর রহমান (৫৫), ৩. মোঃ আব্দুর রাজ্জাক লিটন (৬০), ৪. মোঃ উবায়দুল্লাহ (৫৪), ৫. শেখ আল সাখাওয়াত পারভেজ রাজন (৩১), ৬. মোঃ মোখছেদুর রহমান হারুন (৪৫), ৭. রাকিবুল হাসান বিপুল (৩৬), ৮. কামরুল হাসান কাবুল (৩৮), ৯. মোঃ সুফিয়ান কবির শিপন (৪৫), ১০. আবুল মুনসুর (৫০), ১১.শাকিব হোসেন (২২), ১২. শফিকুল ইসলাম (৩৫), ১৩. মোঃ লাল মিয়া (৩৬), ১৪. আল আমিন (২৯), ১৫. আলা উদ্দিন (৩৬), ১৬. আতাউর রহমান (৬০), ১৭. আলী রেজা (৫৮), ১৮. ইয়াকুব মিয়া (৪০), ১৯. মোঃ সাজু মিয়া (৩৬), ২০. মোঃ সুমন মিয়া (২৬), ২১.আবুল হাসান জয় (২৭) দেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এদিকে আটক নেতাকর্মীদের স্বজনদের দাবি হয়রানির জন্য পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।