• নিখোঁজের ৪ দিন পর অটো চালকের লাশ উদ্ধার।

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ১:৫৮:০২ প্রিন্ট সংস্করণ

     ফিরোজ মাহমুদ রংপুর।। রংপুরের মহানগরীর এলাকায় কামরুল হাসান নামে এক অটো চালকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১টার দিকে পীরজাবাদ দরগাহ পাড়া এলাকা ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ৪ দিন আগে নিখোঁজ হন। কামরুল হাসান রংপুর নগরীর লাকীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। কোতয়ালী থানার ওসি মো. মাহফুজার রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গত ৩১ মার্চ সন্ধ্যার দিকে অটোসহ কামরুল হাসান নিখোঁজ হন। তারপর থেকে অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান মেলেনি।আজ সোমবার সকালে পুলিশ ধান ক্ষেতে ওই যুবকের মরদেহ পড়ে থাকার খবর পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।ওসি মাহফুজার রহমান বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST