ঢাকাWednesday , 4 January 2023
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সর্বোচ্চ পিপিএম পদক পেলেন টেকনাফ বাহার ছড়া ইউনিয়নের সন্তান মোঃ সাইফুল্লাহ

Link Copied!

সাহসিকতার সঙ্গে অপরাধ দমন এবং কর্মক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেলেন টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের ৩য় পুত্র মোঃ সাইফুল্লাহ। তিনি বর্তমানে এডিশনাল পুলিশ সুপার পদে সদর দপ্তরে কর্মরত আছেন। আজ মঙ্গলবার মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এ পদকে ভূষিত করেন ও ব্যাচ পরিয়ে দেন। তিনি ১৯৯৫ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে কক্সবাজার জেলার প্রথম সন্তান হিসেবে ২৮ তম বিসিএস (পুলিশ) এ উত্তীর্ণ হয়ে এএসপি নিয়োগ লাভ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।