পুলিশ সুপারের আমতলী থানার বার্ষিক পরিদর্শন।

News Editor
প্রকাশ: ১ বছর আগে

 বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সরোয়ার

বরগুনা জেলা পুলিশের প্রতিটি ইউনিটের কাজের গতি বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরন, অবকাঠামোগত উন্নয়ন, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বরগুনা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম জেলা পুলিশের প্রতিটি ইউনিট পরিদর্শনের কর্মসুচী গ্রহণ করেছেন| এই কর্মসুচী অনুযায়ী অদ্য ১১ মে/২০২৩ খ্রি: আমতলী থানার বার্ষিক পরিদর্শন করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস সালাম। এ সময়ে জনাব মোঃ রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল), অফিসার ইনচার্জ, আমতলী থানা, বরগুনা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিদর্শনকালে বরগুনা সদর থানার সার্বিক কার্যক্রমে পুলিশ সুপার।

আইন আদালত এ সম্পর্কিত আরও পড়ুন:
কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচী শুরু করা হয়। পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের আদালত চত্বরে গিয়ে শেষ হয়। এবং জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ রুহুল আমীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেরামত আলী, স্পেশাল জজ আশরাফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ. ন. ম. আবু জর গিফারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নুরুল আলম দুলাল, পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দী প্রমুখ। অনুষ্ঠানে আইনজীবী ও বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।
১ বছর আগে