ঢাকাTuesday , 25 April 2023
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব শত্রুতার জের ধরে চরফ্যাশনে এক ব্যাবসায়ীর উপর হামলা

admin
April 25, 2023 8:41 pm
Link Copied!

চরফ্যাশন থেকে নিজস্ব প্রতিনিধিঃ

 

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের লতিফ মিয়ার দোকান এর এলাকায় হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় আহত আমজাদ হোসেন মোল্লাক(৩৫)কে গুরুতর রক্তাক্ত যখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (২৪ এপ্রিল )

ঘটনা সূত্রে জানা যায়, চরফ্যাশন বাজার ব্যাবসায়ী মো: আমজাদ হোসেন মোল্লা তার নিজ বাড়ি থেকে ব্যবসায়ী কাজে বাইকে করে চরফ্যাশন এর উদ্দেশ্যে যাওয়ার পথে পুর্ব পরিকল্পনা অনুযায়ী উদ্দেশ্যমূলকভাবে আমজাদ হোসেন মোল্লাকে গালিগালাজ করতে থাকে প্রতিপক্ষ ইউসুফ (৩৮), রিয়াজ(৩২), সুমন (২৮) সহ আরো কয়েকজন যুবক। প্রতিবাদ করলে কিছু বুঝে উঠার আগেই আমজাদ হোসেন এর ওপর দেশীয় অস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালিয়ে সাথে থাকা ডিসকাভার (১৩৫ সিসি) বাইক ছিনিয়ে নেয় এসকল যুবকরা। হামলায় আমাজাদ হোসেন মোল্লার হাত, মাথা,পা ও শরীরের বিভিন্ন স্থানে যখম হয়। পরে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন সরকারী হাসপাতালে ভর্তি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।