• বক্স কালভার্ট না করেই নিম্ন মানের সামগ্রি দিয়ে রাস্তা নির্মান

      প্রতিনিধি ১০ মে ২০২৩ , ২:৩৭:২০ প্রিন্ট সংস্করণ

     সানজিদ মাহমুদ সুজন,নিজস্ব প্রতিনিধি শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরায় টি,এন,টি মোড় হতে নড়িয়া রোডের কাজ চলমান। এম.এ.কিউ শেখ প্রগতি (জে.ভি) নামক ঠিকাদার কোং এর মাধ্যমে,জাজিরা -নড়িয়া-শুরেস্বর সড়ক প্রশস্তকরন ও শক্তিশালি করন এর আওতায়, ৩৮৬৯৪২০০৬ নং রোড আইডিতে * বি,সি রোড ৮৮৯৪ মিটার,আর,সি,সি রোড ৫০০ মিটার ও বক্স কালভার্ট ৩টি, প্রতিরক্ষা মূলক কাজ ১৮২১ কিলোমিটার। প্রায় ২১কোটি ১৩ লক্ষ টাকা ব্যায় সাপেক্ষে কাজটি ২/৬/২০২২ইং হতে শুরু হয়ে ৮/২১/২০২৩ ইং এর মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এরি মধ্যে প্রায় প্রতিরক্ষামূলক কাজ শেষ করা হয়েছে,পুরাতন রাস্তার দূইপাশে ৬ইঞ্চি উচ্চতায় ,প্রস্থে কোথায় ২ফুট ও কোথাও একটু কম বেশি করে মাটি ফেলা হয়েছে। সুরকি,সুরকি গুরা ও বালুর মিশ্রন তৈরী করে রোলার দিয়ে ডলে সমতল করার কাজ হচ্ছে,বিলাশপুর ও জাজিরা বাজার অংশে কয়েকশ মিটারের আর সি সি ঢালাইয়ের রাস্তা নির্মান কাজ শেষ হয়েছে।এলাকা বাসির অভিযোগ বালু-মাটির পরিমান বেশি দিয়ে, নিম্ন মানের সামগ্রি দিয়ে রোড ডালাই সহ কালভার্ট না করে রাস্তার কাজ সম্পন্ন করা হচ্ছে। এ ব্যাপারে জাজিরা উপজেলা ইঞ্জিনিয়ার ইমন মোল্লা জানান রাস্তার সবকিছু নিয়মানুযায়ী, ল্যাবটেস্টের মাধ্যমে করা হয়েছে,আর যেখানে সমষ্যা আমার চোখে ধরা পড়ছে তা ঠিক করাচ্ছি।কালভার্ট বা কোন অংশে কাজ না করা হলে তার বিল পরিশোধ করা হবে না।আর আমি এ ব্যাপারে নোটিশ করেছি।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST