প্রতিনিধি ২০ মে ২০২৩ , ৯:০০:৫৭ প্রিন্ট সংস্করণ
বরগুনায় ৬ লাখ চিংড়ির রেণু পোনা জব্দ করে বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ছয় লাখ চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। শনিবার (২০ মে) বিকেলে পাথরঘাটা থানা সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড থেকে ১২ ড্রাম ভর্তি রেণু পোনা জব্দ জব্দ করা হয়। পরে জব্দ করা পোনা পাথরঘাটা খালে অবমুক্ত করা হয়। কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতে পোনা গুলো খালে অবমুক্ত করা হয়েছে।
Design & Developed by BD IT HOST