আজ ফরিদপুরে বিএনপির বিভাগীয় কর্মসুচিতে অতর্কিত হামলা
চালিয়েছেন সরকারি দলের নেতা-কর্মীরা। ফরিদপুর বিভাগীয় বিএনপির গণ কর্মসূচিতে রাজবাড়ী সহ বিভিন্ন জেলা ও ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত হয়। এসময় রাজবাড়ী জেলা ছাত্রদল, কৃষকদল , যুবদল সহ বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মীরা শান্তিপূর্ণ ভাবে মিছিল বের করলে, মাঝ পথে তাদের উপর ইট, ককটেল, রাবর বুলেট,লাঠি সোঠা ইত্যাদি নিয়ে অতর্কিতভাবে হামলা করে। এই হামলায় বিএনপির রাজবাড়ীর বিভিন্ন পদের নেতারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সরকারী দলের ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা।