• ব্রাহ্মণবাড়িয়ায় ৬৯৮ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

      প্রতিনিধি ২০ মে ২০২৪ , ১০:২৩:২৩ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৬৯৮ বোতল ফেনসিডিল সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আশুগঞ্জ উপজেলাস্থ ঢাকা -সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলো,  সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রানাপিং ইউনিয়নের ছত্রিশ গ্রামের মোঃ সানু মিয়ার ছেলে রুমান আহমাদ শরীফ (৩৪) ও একই উনিয়নের শেরপুর গ্রামের রফিক উদ্দিনের ছেলে,
    মোঃ বিল্লাল আহমাদ (২৫)।
    ঘটনার সত্যতা নিশ্চত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশী করে ৬৯৮ ফেনসিডিল বোতল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST