রেখা মনি নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে দুঃস্থ অসহায় বুদ্ধি প্রতিবন্ধী,কর্ম সৃজনের জন্য আর্থিক অনুদান ও হুইল চেয়ার বিতরণ করেন আছলাম হোসেন সওদাগর জাতীয় সংসদ সদস্য ২৫ কুড়িগ্রাম ১।উপজেলায় ২২ ফেব্রুয়ারি উপজেলা হলরুমে ১০ টি ইউনিয়নে ৫১ জন বুদ্ধি প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়র ও ৪৫ জন কর্মসৃজনের মাঝে জন প্রতি ১০ হাজার করে টাকা বিতরণ করা হয়।এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সহিদুল আরিফ জেলা প্রশাসক কুড়িগ্রাম, আল আসাদ মাহফুজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা,উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,আজাহার আলী তদন্ত ভূরুঙ্গামারী থানা, জেলা পরিষদের সদস্য জহির উদ্দিন ব্যাপারী,উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন (মন্ডল),আসাদুজ্জামান (আসাদ) চেয়ারম্যান শিলখুড়িসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণত জনগণও উপস্থিত ছিলেন। বিতরণে জাতীয় সংসদ সদস্য বলেন আমিও গরিব পরিবারের সন্তান আমার বাবাও মরিচ ডলে ভাত খেতো।আমি গরিব অসহায় পরিবারের ব্যাথা বুঝি তাই আমার নিজ তহবিল থেকে এই হুইল চেয়ার ও কর্ম সংস্থানের জন্য নগদ কিছু অর্থ দিচ্ছি। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো।আমি নির্বাচনে বলে ছিলাম আপনাদের পাশে থাকবো সেই থেকে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে উপস্থিত সবার মাঝে নাস্তা বিতরণ ও যাতায়াত ভাড়ার জন্যও কিছু করে অর্থ দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।