ঢাকাFriday , 28 April 2023

ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আটক

admin
April 28, 2023 3:18 pm
Link Copied!

রেখা মনি,নিজস্ব প্রতিবেদক :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সদর ইউনিয়নের ভোটহাট গ্রামে ভূরুঙ্গামারী থানা পুলিশ ২৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় উক্ত গ্রামে রাত ১৯.৩৫ মিনিটের সময় ভোটহাট মুক্তিযোদ্ধা মার্কেটের আঃ আজিজ এর চায়ের দোকানের পিছনে শফিকুল ইসলাম (২২),নামে একজনকে আটক করে তার দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির বাম পার্শ্বের কোমর হতে নীল রংয়ের ৩ টি জিপার প্রতিটি ব্যাগের ভিতরে ২০০ পিস করে মোট ৬০০ (ছয় শত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।পরে আসামীকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে উক্ত ইয়াবা ট্যাবলেট গুলি ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে মাদক সেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে।আসামি শফিকুল ইসলাম উক্ত এলাকার দলের ভিটা শাহা আলীর পুত্র।উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং-২৯,২৭ এপ্রিল ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) রুজু করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন মাদক ও জুয়ার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।