ঢাকাMonday , 5 June 2023

ভোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

News Editor
June 5, 2023 10:24 pm
Link Copied!

জামাল খান জেলা প্রতিনিধি:

“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো বিশ্ব পরিবেশ দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে

সোমবার(৫ জুন) বর্নাঢ্য আয়োজনের প্রথমে সকাল প্রায় সারে ৯ টায় অনুষ্ঠিত হয় বর্নাঢ্য একটি রেলী। ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রিপন কুমার সাহা এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলীটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক প্রাঙ্গণে এসে শেষ হয়।

ভোলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বেসরকারি সংস্থা বন্ধু ফাউন্ডেশন ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বিভিন্ন প্রতিনিধিদের অংশগ্রহণে রেলী শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রথমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন সম্পর্কে স্বাগত বক্তব্য প্রদান করেন ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া। পরিবেশ অধিদপ্তরের ল্যাব এ্যাটেন্ডেন্ট সুধাবিন্দু পান্ডে কতৃক পবিত্র গীতা পাঠ ও ইমাম মোঃ নুরুজ্জামান কর্তৃক পবিত্র কোরআন পাঠের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, “জাতিসংঘ ৪ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষনা করার পর ১৯৭৪ সাল থেকে সারা বিশ্বে এক যোগে দিবসটি পালন করা হয়।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন বর্ষা মৌসুমে ৫০ হাজার তালগাছের চারা রোপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক আরো বলেন, পানি ও বাতাস যদি দুষিত হয়ে পরে তাহলে মানুষের বাঁচা কষ্ট সাধ্য হয়ে পরবে। তাই সকলকে বেশি করে গাছ লাগাতে হবে”। তিনি এসময় উপস্থিত সকলকে ভোলায় বেশি করে গাছ লাগানোর জন্য সপথ করান। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন টুলু, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আছাদুজ্জামান, জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান ও পরিবেশ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বন্ধু ফাউন্ডেশনের ম্যানেজার সম্ভুনাথ কর। ভোলার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকণ প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ৯ জন শিক্ষার্থীর হাতে পুরুস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।

বর্নাঢ্য এই আয়োজনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে তামিম আল ইয়ামিন, এনডিসি মোঃ আবু সাঈদ, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন, জেলা প্রবাসী কল্যান কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন ও ভোলা ফায়ার সার্বিসের সহকারী পরিচালক মোঃ লিটন আহমেদ ও ভোলা পরিবেশ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মিডায়ার সাংবাদিক বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।