জামাল খান জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
বুধবার (১৯ এপ্রিল) তিনি
দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন এবং বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে এ অর্থ বিতরণ করেন। যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ সকল সংগঠনের নেতৃবৃন্দ এ সুবিধা লাভ করেন।
এ সময় তাদের মুখে ঈদের হাসি ফুটে ওঠে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন ও দলের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে ২ সপ্তাহের সফরে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় আসেন তিনি।
এরপর তিনি ঈদুল ফিতর উপলক্ষে তার প্রিয় মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণের উদ্যোগ গ্রহন করেন।
১৫ এপ্রিল থেকে দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,ওসি মোঃ জাকির হোসেন,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও নেতৃবৃন্দকে দেখা গেছে।