ঢাকাThursday , 23 February 2023
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের জেলখানা গোদারাঘাটে স্বার্থান্বেষী মহল কর্তৃক অযাচিত হস্তক্ষেপের অভিযোগ

admin
February 23, 2023 1:32 am
Link Copied!

ব্যুরো প্রধান- ইমরুল হাসানঃ

ময়মনসিংহের জেলখানা গোদারাঘাটে একদল স্বার্থান্বেষী লোকজনের বিরুদ্ধে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। প্রতিদিন পরাণগঞ্জ, চরখরিচা ও চরাঞ্চলের অনেক মানুষ এই গোদারাঘাট দিয়ে যাতায়াত করেন। সরেজমিনে রিপোর্টিং পরিদর্শনে গিয়ে জানা যায় কিছু লোক এই গোদারাঘাটের নিয়ন্ত্রণ নিয়ে ষড়যন্ত্র করছে। জনৈক মোঃ ফজলুল হক বলেন, “বাজার কর্তৃপক্ষ অটোবাইক স্ট্যান্ডের বিশৃঙ্খলা ও অনিয়ম রোধে মোঃ আলাউদ্দিন নামে লাইনম্যান নিয়োগ করেছেন।” তিনি অটোবাইক স্ট্যান্ডের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছেন। প্রত্যক্ষদর্শী ও অটোড্রাইভাররা অভিযোগ করেন নিকটবর্তী গ্রামের আশিক নামক জনৈক ব্যক্তি গ্রামের দলবল নিয়ে অটোবাইক স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চায়। এ নিয়ে সে ঝগড়া, ফ্যাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। অটোবাইক স্ট্যান্ডের সকল ড্রাইভার, দোকানদার, ইজারাদারসহ এলাকার লোকজন এমন অযাচিত হস্তক্ষেপের নিন্দা জানান। তারা আরো বলেন এ বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর শরিফ সাহেব, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান জামাল সাহেব, অটোস্ট্যান্ড ড্রাইভার, দোকানদার ও স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে আপোষ মিমাংসা হয়েছিল। এলাকার ভুক্তভোগী জনগণ, দোকানদার ও অটোস্ট্যান্ড চালকরা চান কেউ যেন এখানে অবৈধ হস্তক্ষেপ ও ভয়ভীতি প্রদর্শন না করেন। এই এলাকার জনগণ, দোকানদার, ইজারাদার ও অটোস্ট্যান্ড ড্রাইভাররা শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।