বুরো প্রধান মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু 2 একটি গুরুত্বপূর্ণ সেতু। প্রতিদিন এই সেতু দিয়ে শেরপুর নেত্রকোনা জেলা ও ময়মনসিংহের তারাকান্দা ,ফুলপুর, হালুয়াঘাট ,উপজেলার লাখ লাখ মানুষ যাতায়াত করে। সাম্প্রতিক ব্রিজের উন্নয়ন কাজ শুরু হওয়ায় , এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে দ্রুততম উপায়ে রাস্তার উন্নয়নের কাজ দ্রুত সারার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এ কাজে সংশ্লিষ্ট বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগকে অনুরোধ করছি দ্রুত কাজ করার জন্য। ভুক্তভোগী যাত্রী সাধারণ জানান তীব্র যানজটের ফলে তাদের অফিস আদালতে যেতে সমস্যা হচ্ছে। মুমূর্ষ রোগী বহনকারীএম্বুলেন্স যথাসময়ে হাসপাতালে যেতে পারছে না। ফলে রাস্তাঘাটে অনেক মুমূর্ষু রোগীর মৃত্যু হচ্ছে। তাই এ ব্যাপারে সরকার ও ঊর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করা হচ্ছে।