এম এইচ হিবাতুল্লাহ হিবা , মাদারগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে দুই মামলায় ৩ বিএনপি নেতাকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ী থেকে আটক করে পুলিশ। গত ১২/০২/২০২৩ ইং তারিখে একটি মামলা তদন্তে প্রাপ্ত আসামী যার মামলা নং ১৩ এবং ২৩/০৮/২০২২ ইং তারিখে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামী যার মামলা নং ২০। দুটি মামলায় আটককৃতরা হলেন উপজেলার কয়ড়া দক্ষিণ পাড়া মৃত নওশের আলী’র ছেলে আঃ আওয়াল। দিঘলকান্দি এলাকার মৃত কাশেম মন্ডলের ছেলে আঃ হাই। চর লোটাবর এলাকার আঃ জব্বারের ছেলে ফরহাদ হোসেন টিক্কা। আটককৃতদের বেলা ১১ টায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হক জানান পূর্বের দুটি মামলা ছিল ঐ মামলার তদন্তে প্রাপ্ত আসামী তারা। আজ শুক্রবার বেলা ১১ টায় আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।