ধর্ম

মানিকগঞ্জের আন্ধারমানিক একতা যুব সংঘের উদ্যোগে সর্বজনীন শ্রী শ্রী স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৩ , ৬:৩৭:২০ প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ আলী,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন আন্ধারমানিক ৮নং ওয়ার্ডে আন্ধারমানিক একতা যুব সংঘের উদ্যোগে সর্বজনীন শ্রী শ্রী স্বরস্বতী পূজা ৩ দিন ব্যাপি আন্ধার মানিক একতা যুব সংঘ শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপনের সভাপতি দেবদাসের সভাপতিত্বে ও আন্ধারমানিক একতা যুব সংঘের যৌথ উদ্যোগে উক্ত পূজাটির শুভ উদ্বোধন করা হয়েছে।এ সময় আরো উপস্থিত ছিলেন আন্ধার মানিক একতা যুব সংঘের সহ-সভাপতি নিখিল দাস,সাধারন সম্পাদক রিপন রাজ,সাংগঠনিক সম্পাদক নিরাঞ্জন রাজ সহ প্রমূখ ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। আন্ধারমানিক একতা যুব সংঘ শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন কমিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটা দাবি,আমরা বিগত কয়েক বছর যাবৎ ধরে ধারাবাহিকতার সাথে শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন করে আসলে ও নির্দিষ্ট জায়গা না থাকায় মনোরোম ও জাক যমক করে পূজাটি উদযাপন করতে সম্ভব হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরদার ভাবে একাই দাবি বিষয়টি বিবেচনা ও খতিয়ে দেখে কার্যকরী যথাযথ ভূমিকা রাখবেন আশাবাদী আমরা আন্ধারমানিক একতা যুব সংঘ শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন কমিটি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST