মানিকগঞ্জের একমাত্র অসহায় -দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়ক বিদ্যাপাঠ পদ্মাপাড় পাঠশালা।

News Editor
প্রকাশ: ১ বছর আগে

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন আন্ধারমানিক গ্রামে বিগত কয়েক বছর ধরে অত্যন্ত সুনাম ও সততার সাথে বিনামূল্য পাঠদান দিয়ে আসছে স্থানীয় উদীয়মান মেধাবী ছাত্র পদ্মার পাঠশালার প্রতিষ্ঠাতা মীর নাদিম হোসেন।সূত্রে জানা গেছে, তিনি পদ্মারপাড়ের ঝড়ে পড়া কমলমতি মেধাবী ও অসহায় শিশুদের বিনামূল্যে বই, খাতা,ও পোশাক দিয়ে তাদের সার্বাধিক সহয়তা ও করে থাকেন।তিনি আরো জানায়,অত্র এলাকার স্থানীয় কিছু বৃত্তশালীদের আর্থিকভাবে সহয়তায় এখানকার শিক্ষার্থীদের পড়াশুনা যাবতীয় খরচ বহন করে থাকেন।তিনি দৈনিক এশিয়া বাণী ও দৈনিক অভিযোগ বার্তা প্রত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী কে জানায়, আমি সমাজের বৃত্তিশালীদের আমার পদ্মাপাড় পাঠশালার জন্য আর্থিক সহয়তার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকার উদার আহ্বান জানাচ্ছি।উল্লেখ্য এখানে শিশু -দশম পর্যন্ত প্রায় ৮০- ১০০০ জন শিক্ষার্থীদের পড়াশুনা যাবতীয় খরচ বিনামূল্যে বহন করা হয়ে থাকে।