মোহাম্মদ আলী,হরিরামপুর( মানিকগঞ্জ) প্রতিনিধি।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৩১ জানুয়ারী রোজ মঙ্গলবার বেলা ১২ ঘটিকায় প্রাটগ্রাম অনাথ বন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ এ্যাথলেটিকস এর ব্যবস্থাপনায় এবং উপজেলা ক্রীয়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় বিজয়ীদের পুরুষ্কার বিতরন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস -চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী,হরিরামপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমূখ।