মোহাম্মদ আলী ,মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের সদর উপজেলাধীন হাটিপাড়া ইউপিতে বধূটিয়া মাঠ প্রাঙ্গনে ১৩ ফেব্রুয়ারী রোজ সোমবার বেলা ৯ঘটিকায় বধূটি প্রিমিয়ার লীগের উদ্যোগে ও বধূটি প্রিমিয়ার লীগের পরিচালনা কমিটির মতিউর রহমান এর সঞ্চলনায়, এবং সার্বিক তত্বাবধানে আব্দুর রাজ্জাক ও মোঃরাজা মিয়া, বধূটি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃআবু বকর সিদ্দিক এর শুভ উদ্বোধনের মাধ্যমে ও হাটিপাড়া ইউপির চেয়ারম্যান গোলাম মনির চেয়ারম্যান এর সভাপতিত্বে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাড়ারিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি বাবু আনন্দ সাহা ও সাধারন সম্পাদক মোঃসুমন মিয়া,ভাড়ারিয়া ইউপি আওয়ামী যুবলীগের সভাপতি রোকনুজ্জামান বধূটি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃমোবারক হোসেন বিল্টু,বধূটি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃআলম মিয়া,বধূটি প্রিমিয়ার লীগের পরিচালনা কমিটির মোঃরাকিব,লুৎফর রহমান,জীবন চৌধুরী, আব্দুল কুদ্দুস,।আরো উপস্থিত ছিলেন বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী ও ক্রিড়া শিক্ষক মতিউর রহমান সহ প্রমূখ। উক্ত খেলাটি বধূটি জাগ্রত যুব সংঘ যৌথ উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজয়ীদের আকর্ষনীয় পুরুষ্কার বিতরন করা হবে বলে জানিয়েছেন বধূটিয়া প্রিমিয়ার লীগের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।