মানিকগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীর প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ছাত্রীর পরিবারের ওপর হামলা,গ্রেফতার -এক।

প্রকাশ: ১ বছর আগে

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন এর পশ্চিম বাহিরচর এলাকার মৃত:হারুন বিশ্বাস ও মাতা: সুফিয়া আক্তার এর মেয়ে শিমলা আক্তার(১২) কে উত্যক্ত করার প্রতিবাদে ৪ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। সূত্রে আরো জানা গেছে, শিমলা আক্তার রামকৃষ্ণপুর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের ৭তম শ্রেণির ছাত্রী। গত ২৪ শে এপ্রিল রবিবার রাতে পশ্চিম বাহিরচর এলাকার খেলার মাঠ প্রাঙ্গণে ঈদ উপলক্ষে খেলা দেখা শেষ করে শিমলা আক্তার ও তার পরিবার বাড়ি ফেরা পথে পার্শ্ববর্তী এলাকার বখাটে নেশাখর রাতুল (১৮) তাদের পথ অবরুদ্ধ করে দাড়ালে এক পর্যায়ে শিমলা আক্তারে মা সুফিয়া আক্তার সর্তক করার জন্য তাকে চড় মারে এবং পরবর্তী সময়ে রাতুল (১৮) কিছু বখাটে ছেলে নিয়ে শিমলা আক্তার এর বাড়িতে গিয়ে উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করে বাড়ি ভাংচুর করার চেষ্টা করলে অত:পর শিমলার পরিবার বাধা দিলে তাদের মাথা ফাটায়।এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগীর পরিবার (শিমলা আক্তার) এর পরিবার বাদী হয়ে রাতুল সহ কয়েকজনের বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে একজনকে গ্রেফতার করেছে। সাংবাদিকেরা বিষয় রামকৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো কামাল হোসেন এর কাছে জানতে চাইলে,তিনি জানান,প্রাথমিক অবস্থায়,আমি ঘটনা স্থলে গিয়ে বিষয়টি ভালোবাবে খোজখবর নিয়েছি এবং সমাধানের চেষ্টাও করেছিলাম কিন্তু পরবর্তী সময়ে ভুক্তভোগীর পরিবারা নিজে বাদী হয়ে রাতুল সহ কিছু বখাটে ছেলেদের নামে থানায় মামলা করেছে বলে জানতে পেরেছি। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এখন বিষয়টি সম্পূর্ণ আইনি ব্যপার।এ ঘটনা নিয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্যকে জিজ্ঞাসা করলে তিনি জানান,আমি ঘটনা জানার ঘটনা স্থলে স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে দিয়েছিলাম,ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করার পর এক জনকে গ্রেফতার করতে পেরেছি এবং মামলাটি কার্যক্রম চলমান থাকবে।