ঢাকাSaturday , 8 April 2023

মানিকগন্জে জেলা যুবলীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন।

News Editor
April 8, 2023 7:03 pm
Link Copied!

জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।আজ শনিবার (৮ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা আওয়ামী-লীগের কার্যালয়ে,জেলা যুব-লীগের আয়োজনে, ১শত পরিবারের মাঝে চাউল,ডাউল,আলু,লবন,তেলসেমাই,চিনি বিতরণ করা হয়।এসময় বক্তব্য রাখেন, জেলা যুব-লীগের আহব্বায়ক মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র যুব কন্ঠ আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম-আহব্বায়ক মাহাবুবুর রহমান জনি, সদস্য সুবল সাহা,সুমিত্র সাহা মনাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, আওয়ামী-লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভলো থাকে, দেশের উন্নয়ন হয়। প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমাজে পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে ঈদের সামনে তাদের সহযোগীতা করার জন্য খাদ্য সামগ্রী বিতরণ করতে বলছেন। যা আজ আপনাদেরকে দেওয়া হলো।এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক ও যুব কন্ঠ আব্দুর রাজ্জাক বলেন, এই ঈদ উপহার ২৮ রোজা পর্যন্ত চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।