• মুক্তিযুদ্ধের বিজয়মেলা ২০২২ এ বিজয় মঞ্চে মানিকগঞ্জ জেলা বিএমএ এর আলোচনা সভা

      প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২২ , ৮:৫৯:৪১ প্রিন্ট সংস্করণ

    আজ মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মুক্তি যোদ্ধের বিজয় মেলার মঞ্চ এ মানিকগঞ্জ বিএমএর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিজয় মঞ্চে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএমএ এর সভাপতি ও গরীবের ডাক্তার নামে পরিচিত ডাঃ মোঃ লুৎফর রহমান,সাধারণ সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান,কোষাধ্যক্ষ ডাঃ রঞ্জিত মন্ডল,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিজয় মেলা উৎযাপন স্টিয়ারিং কমিটির সদস্য জনাব কাজী এনায়েত হোসেন টিপু,জেলার নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাসুদেব সাহা,বিএমএ কার্যনির্বাহী সদস্য ডাঃ পরিমল সাহা,অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ এর দপ্তর সম্পাদক ডাঃ তুষার হোসেন,কার্যনির্বাহী সদস্য ডাঃ এবিএম তৌহিদুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক ডাঃ কাজী এ.কে.এম রাসেল। এসময় বক্তারা নবনির্বাচিত মানিকগঞ্জ জেলা বিএমএ এর কার্যক্রম এবং জেলার উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণে বঙ্গবন্ধু স্বপ্নপ্রসুত এবং মানবতার মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার অগ্রদূত মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক এমপির নির্দেশিত প্রান্তিক পর্যায়ে শতভাগ চিকিৎসা নিশ্চিত করণে তাদের সংকল্প ব্যক্ত করেন। সেই সাথে তারা জাতির জনক বঙ্গবন্ধু, স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST