ঢাকাTuesday , 31 January 2023
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহ‌া‌টের কচু‌ড়িয়া শরীফ বা‌ড়ি থে‌কে ‌গরু চু‌রি

admin
January 31, 2023 6:04 pm
Link Copied!

কা‌ফি হাসান বশার মোল্লাহাট(বা‌গেরহাট)প্রতি‌নি‌ধিঃ

বা‌গেরহা‌টের মোল্লাহাট উপ‌জেলার কচু‌ড়িয়া খাঁ বাজার সংলগ্ন শরীফ বা‌ড়ি থে‌কে মোঃ গাউছ শ‌রি‌ফের গোয়াল ঘ‌রের তাঁলা ভে‌ঙ্গে গাভীন গাই গরু সহ বকনা বাছুর চু‌রির ঘটনা ঘ‌টে

৩১ জানুয়া‌রী ২০২৩ সোমবার রাত প্রায় ‌তিনটার দি‌কে চুরির ঘটনা ঘ‌টে । ভিক‌টি‌মের ছে‌লে মোঃ মিজানুর শরীফ ব‌লেন , পা‌শের বাড়ির বাবুল খাঁ রা‌তে প্রসাব কর‌তে উ‌ঠে রাস্তায় গা‌ড়ির শব্দ পায় এবং সাদা রং‌ঙ্গের মি‌নি পিকআপ দাড়া‌নো দেখে কা‌ছে এ‌গো‌ছে গা‌ড়ি‌তে গরু ও বাছুর উ‌ঠি‌য়ে চা‌লি‌য়ে যে‌তে দে‌খে সে চিৎকার ক‌রে । তখন তাঁর চিৎকার শু‌নে আমরা সবাই উ‌ঠি এবং গোয়া‌লে গি‌য়ে দে‌খি গোয়াল শ‌ুণ‌্য । তখন আমি ৯৯৯ নম্ব‌রে ফোন ক‌রি এবং জিজ্ঞা‌সে ব‌লি , , সাদা রং‌ঙ্গের মি‌নি পিকআপ এক‌টি লাল কালার বড় গাই গর‌ু ও লাল কালার বকনা বাছুর সহ মোল্লাহা‌টের দি‌কে চা‌লি‌য়ে গে‌ছে ।

 

স্বরজ‌মি‌নে গি‌য়ে দেখা যায় চিতলমারী-‌মোল্লাহা‌টের মেইন সড়ক থে‌কে প্রায় ৫০ গজ ভেত‌রে গাউছ শরী‌ফের মে‌জো ভাই মোঃ আব‌ু দাউদ শরী‌ফের কা‌ঁঠের গোয়াল ঘ‌রের দড়জার তাঁলা ভাঙ্গা কিন্তু গর‌ু নি‌তে পা‌রে‌নি । এর আ‌রো ৫০গজ সাম‌নে গাউছ শরী‌ফের কাঁ‌ঠের গোয়াল ঘ‌রের তাঁলা ভাঙ্গা কোন গরু নেই ।

গাউছ শরী‌ফের ছোট ছে‌লে রোমান সহ আ‌রো অ‌নে‌কে বিষয়‌টি ব‌লে ও দেখায় এবং মিজানু‌রের মন্ত‌্য অনুযায়ী এ বিষয় কাউ‌কে স‌ন্দেহ এবং থানায় কোন অ‌ভি‌যোগ করা হয়‌নি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।