কাফি হাসান বশার মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কচুড়িয়া খাঁ বাজার সংলগ্ন শরীফ বাড়ি থেকে মোঃ গাউছ শরিফের গোয়াল ঘরের তাঁলা ভেঙ্গে গাভীন গাই গরু সহ বকনা বাছুর চুরির ঘটনা ঘটে
৩১ জানুয়ারী ২০২৩ সোমবার রাত প্রায় তিনটার দিকে চুরির ঘটনা ঘটে । ভিকটিমের ছেলে মোঃ মিজানুর শরীফ বলেন , পাশের বাড়ির বাবুল খাঁ রাতে প্রসাব করতে উঠে রাস্তায় গাড়ির শব্দ পায় এবং সাদা রংঙ্গের মিনি পিকআপ দাড়ানো দেখে কাছে এগোছে গাড়িতে গরু ও বাছুর উঠিয়ে চালিয়ে যেতে দেখে সে চিৎকার করে । তখন তাঁর চিৎকার শুনে আমরা সবাই উঠি এবং গোয়ালে গিয়ে দেখি গোয়াল শুণ্য । তখন আমি ৯৯৯ নম্বরে ফোন করি এবং জিজ্ঞাসে বলি , , সাদা রংঙ্গের মিনি পিকআপ একটি লাল কালার বড় গাই গরু ও লাল কালার বকনা বাছুর সহ মোল্লাহাটের দিকে চালিয়ে গেছে ।
স্বরজমিনে গিয়ে দেখা যায় চিতলমারী-মোল্লাহাটের মেইন সড়ক থেকে প্রায় ৫০ গজ ভেতরে গাউছ শরীফের মেজো ভাই মোঃ আবু দাউদ শরীফের কাঁঠের গোয়াল ঘরের দড়জার তাঁলা ভাঙ্গা কিন্তু গরু নিতে পারেনি । এর আরো ৫০গজ সামনে গাউছ শরীফের কাঁঠের গোয়াল ঘরের তাঁলা ভাঙ্গা কোন গরু নেই ।
গাউছ শরীফের ছোট ছেলে রোমান সহ আরো অনেকে বিষয়টি বলে ও দেখায় এবং মিজানুরের মন্ত্য অনুযায়ী এ বিষয় কাউকে সন্দেহ এবং থানায় কোন অভিযোগ করা হয়নি ।