কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুপুর ১২ টা হতে পর্যায় ক্রমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি এবং উপজেলা চোরাচালান নিরোধ সমন্বয় সভা সহ ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা মিয়া । এছাড়া উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নাহিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ ও সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ প্রমুখ।
######
তাং -৩০/০৫/২০২৩ ইং।