ঢাকাSunday , 7 May 2023

মোল্লাহাটে কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

News Editor
May 7, 2023 9:51 pm
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বাইজিদ মিয়া (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নতুন ঘোষগাতী গ্রামে কিশোরের নিজ বাড়ির রান্না ঘরে আড়ায় ঝুলন্ত এ মৃতদেহ উদ্ধার হয়।

কিশোরের নিকটাত্মীয় সুত্র জানায়, ঘোষগাতী গ্রামের কৃষক আনোয়ার মিয়ার ছেলে বাইজিদ মিয়ার সাথে এক হিন্দু মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে মেয়েটিকে তার পরিবারের পক্ষ থেকে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে। এখবর পেয়ে গত রাতের যেকোনো সময় গলায় গামছা দিয়ে বাড়ির রান্না ঘরে আড়ায় ঝুলে আত্মহত্যা করে বাইজিদ।

এবিষয়ে মোল্লাহাট থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ওই পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার বিষয়ে অপমৃত্যু মামলা করা হয়েছে। এছাড়া কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই বলেও লিখিতভাবে জানানো হয়েছে।
######

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।