ঢাকাThursday , 2 February 2023
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে কোরিয়ান ভাষা শিক্ষা সেন্টার উদ্বোধন

News Editor
February 2, 2023 9:00 pm
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে কোরিয়ান ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার প্রাণকেন্দ্র কে আর কলেজের সামনে গুলশান ভিলার ২য় তলায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। কোরিয়ান ভাষা শিক্ষা সেন্টারের পরিচালক বি এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, ট্রেইনার (ভাষা শিক্ষক) মুহিবুল্লাহ রাজু প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আব্দুস সাত্তার জামে মসজিদের ইমাম মোঃ শহিদুল ইসলাম। শিক্ষার্থীরা জানান, কোরিয়ান ভাষা শিক্ষা গ্রহণ করতে পারলে সহজেই কোরিয়া যাওয়া এবং উপার্জন করা যায়। এতে নিজের এবং পরিবারের উন্নয়ন সাধিত হয়। একই সাথে সরকার রেমিট্যান্স পায়। গুরুত্বপূর্ণ এই ভাষা শিক্ষা অর্জন করতে উপজেলার বাহিরে অধিক সময় ও অর্থ ব্যয় করে যেতে হতো। এখন থেকে অল্প খরচে অত্র সেন্টারে ভাষা শিক্ষার সুযোগ পাওয়ায় অত্যন্ত খুশি বলেও অভিমত প্রকাশ করেন শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।