বাগেরহাটের মোল্লাহাটে বিশ্ব মা দিবস উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার সকাল ১১ টায় এ দিবস উদযাপিত হয়।
অনুষ্ঠানের শুরুতে এক র্যালি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।
সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রুনিয়া আখতার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, তথ্য আপা জুথিকা বিশ্বাস, সাংবাদিক শরিফুল ইসলাম দিদার প্রমূখ।