মোল্লাহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

News Editor
প্রকাশ: ১ বছর আগে

 কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ১৬৯ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন/ক্যাপসুল খাওয়ানো অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজা খাতুন জানান, স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের কন্যা ১১ মাস বয়সী আরুশি খন্দকার রিনতাহাকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে স্বতঃস্ফূর্ত ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়। মোল্লাহাট উপজেলা এলাকার ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৫৪০০ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল ও ৬-১১ মাস বয়সী ২৩০০ জন  শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান ডাঃ মাহফুজা খাতুন। ###### মোঃ কা‌ফি হ‌াসান বশার মোল্লাহাট প্রতিনিধি মোবাঃ ০১৭৬৮৩৭৪৩৯৭ তাং ২০/২/২০২৩ ইং।