কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে বাগেরহাটের মোল্লাহাট সহ ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণার পরপরই মোল্লাহাটে মডেল মসজিদের উদ্বোধনী ফলক উন্মোচন করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুন্ডু, মসজিদ নির্মাণ ঠিকাদার জি,এম, সিজার, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ শাহাবুল ইসলাম, বিভিন্ন দপ্তর প্রধান গণ, বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, শিক্ষক সাংবাদিক ও সূধী প্রমূখ।