কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩০ বাঙলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। বর্ষবরণে শুক্রবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিশাল এক র্যালি গাড়ফা বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, অধ্যক্ষ এল জাকির হোসেন, নির্বাচন কর্মকর্তা ইসহাক, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংবাদিক আবদুল্লাহ ফারুক প্রমুখ।
######।