ফিরোজ মাহমুদ রংপুর :
রংপুরে ২’শ বছরের পুরনো টেলিস্কোপ উদ্ধার করেছে পুলিশ সেইসাথে ৬ জনকে আটক করেছে। আজ (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে রংপুর নগরীর গোল্ডেন টাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে ২’শ বছরের পুরনো টেলিস্কোপ উদ্ধার করা হয়। এসময় টেলিস্কোপ ক্রয়ের জন্য আসা ৪ জন এবং বিক্রির উদ্দেশ্যে আসা ২ জনকে আটক করা হয়। আটকরা হলেন ঢাকা কাফরুল এলাকার দেওয়ান খোরশেদ এর পুত্র দিওয়ান রবিউল সালাম(৪৯), পাবনা জেলার জালাল উদ্দিনের পুত্র শামসুল আলম(৫৯), ঢাকার নুরুল ইসলামের পুত্র মিজানুর রহমান(৪৮), পাবনা জেলার আব্দুল কাদের মিয়ার পুত্র আব্দুর রাজ্জাক(৫৬) পঞ্চগড় জেলার আব্দুর করিম এর পুত্র জাহিদুল ইসলাম(৪৮) ও পঞ্চগড় জেলার রুস্তম আলীর পুত্র শাহ আলম(৪৫)বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।