রাজশাহী প্রতিনিধি : গ্যাস-বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশে ন্যায় রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
আজ, শনিবার সাড়ে ৩ টার দিকে সাগরপাড়া বটতলা মোড়ে এবং পৌনে ৪টার দিকে গণকপাড়া মোড়ে পুলিশের লঠিচার্জে অন্তত আহত ১০ জন হয়েছেন বলে দাবি করেছে বিএনপি নেতারা।
এ সময় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ সহ সাত নেতাকে আটক করেছে পুলিশ।
বিএনপির যুগ্মসচিব হারুন অর রশিদ জানান, পুলিশ তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে। সাগরপাড়ায় কর্মসূচি পালনকালে বিএনপির কর্মীদের ওপর লাঠিচার্জ করে ব্যানার কেড়ে নেয়। সেখান থেকে মিছিল নিয়ে ভুবন মোহন পার্কের দিকে গেলে রাণীবাজারে আরেক দফা লাঠিচার্জ করে।
বোয়ালিয়া মডেল থানার ওসি সোহারয়ার্দী হোসেন জানান, বিএনপির নেতাকর্মীর অবস্থান কর্মসূচীর অনুমোদন ছিল দলীয় কার্যালয়ের সামনে ভূবন মোহন পার্কে। কিন্তু তারা অনুমদিত স্থানের বাইরে গিয়ে কর্মসূচী পালন করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। পুলিশের নির্দেশনা অমান্য ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ সাতজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।