রাজনীতি

রাজশাহীর আবু সাইদ চাঁদ সহ ৭ জনের বিরুদ্ধে মামলা জামালপুরে

  প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ৭:২০:৫৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদ সহ বিএনপি জামাতের ৭ নেতার নামে জামালপুর
জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ বাদী হয়ে ২০০২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ ধারায় মামলাটি দায়ের করেন।
মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার, সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ কে আসামি করা হয়।
দ্রুত বিচার আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন
মামলাটি এজাহার হিসেবে গণ্য করে
আগামী ২ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং আসামীদের গ্রেফতার করতে পুলিশ কে নির্দেশ দিয়েছেন।
মামলার বিষয়ে কথা বলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বাদি পক্ষের আইনজীবী, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST