প্রতিনিধি ১৭ মে ২০২৩ , ৩:৩৩:১৪ প্রিন্ট সংস্করণ
মোঃ শফিকুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ আজ (১৬ মে) মঙ্গলবার
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আজ সোমবার সকাল ১১ টার সময় রাজারহাট খাদ্য গুদামে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান – চাল ক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য পরিদর্শক ( ওসিএলএসডি) মোঃ শরীফ আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহফুজার রহমান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অধ্যক্ষ আবুল কালাম,উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব মোঃওয়াহেদ আলী সরকার, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক,উমর মজিদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল হাকিম খন্দকার সহ আরো অনেকে।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়,চলতি রোরো মওসুমে রাজারহাট উপজেলায় সরাসরি কৃষকদের নিকট থেকে প্রতি কেজি ধান ৩০ টাকা কেজি দরে মণপ্রতি ১২০০ টাকা মোট লক্ষ্যমাত্রা ১০৬৮ মেঃ টন ধান ও ৪৪ টাকা কেজি দরে মিলারদের নিকট থেকে প্রতি মণ চাল ১৭৬০ টাকা দরে মোট লক্ষ্যমাত্রা ১৯ ৮৬ মেঃ টন চাল সংগ্রহ করা হবে।
Design & Developed by BD IT HOST